বিডি নিউজ ৬৪: বরিশাল বিভাগের ছয় জেলায় বুধবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলাগুলো হচ্ছে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা ও ঝালকাঠি। তবে ভোলা ও ঝালকাঠি জেলায় চেয়ারম্যানসহ বেশীরভাগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে তেমন নির্বাচনী উত্তাপ নেই । বাকি চার জেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন নয়জন প্রার্থী। সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম খান জানান, মঙ্গলবার দুপুর দুইটা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের উপকরণ পাঠানো হয়েছে । সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকক্ষে মোবাইল এবং ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবেনা জানিয়ে তিনি আরও বলেন, প্রত্যেক জেলার ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এজন্য প্রতিকেন্দ্রে একজন অফিসারের নেতৃত্বে দুইজন অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার এবং নিরস্ত্র ১৫জন আনসার মিলিয়ে ২০ সদস্যের টিম থাকবে। এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে স্টাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বেও টিম থাকবে।
বরিশাল জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান বলেছেন, বাড়তি নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির সাবেক এমপি ও মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মইদুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু। ভুলু প্রথমে দলীয় সমর্থন পেয়ে জেলা পরিষদের প্রশাসকের পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হয়েছেন। পরবর্তীতে মনোনয়ন রদবদল করে মইদুলকে সমর্থন দেয় আওয়ামী লীগ। বরিশালে ভোটার সংখ্যা একহাজার ২৪৬ জন। বরিশাল জেলায় সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ৩০ জন।
পটুুয়াখালীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান মোশারেফ হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আলমগীর। ওই জেলার ১ হাজার ২৯ জন ভোটার রয়েছেন।
পিরোজপুর জেলা পরিষদে দলের সমর্থন পেয়েছেন সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম। তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।
বরগুনা জেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়েছেন সাবেক এমপি দেলোয়ার হোসেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বরগুনা জেলা জাতীয় পার্টির (এ) সভাপতি সাবেক এমপি জাফরুল হাসান ফরহাদ। সেখানে ভোটার ৬১৫ জন।
ঝালকাঠি জেলায় সংরক্ষিত ও সাধারণ দুইটি আসনে নির্বাচন হবে। এই জেলায় প্রার্থী পাঁচজন। বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল