যৌনতায় হতাশাজনক দাম্পত্যে আটকে আছি, কী করব?
যৌনতায় হতাশাজনক দাম্পত্যে আটকে আছি, কী করব?

যৌনতায় হতাশাজনক দাম্পত্যে আটকে আছি, কী করব?

বিডি নিউজ ৬৪: প্রশ্ন: আমি এক বছর আগে বিয়ে করেছি। বিয়ের আগে স্ত্রীর সঙ্গে আমার ছয় মাস প্রেমের সম্পর্ক ছিল।

আমি তাকে ভালোবাসি এবং বিয়ের আগে তিনি যৌনতায় বেশ সক্রিয় ছিলেন। কিন্তু বিয়ের পরপরই সবকিছু বদলে যেতে থাকে। তার প্রতি আমার আকর্ষণ কমে যেতে থাকে এবং তার সঙ্গে কোনো ধরনের যৌনতায় লিপ্ত হওয়ার আগ্রহও কমে আসে।
আমার মনোভাব এবং আচরণও তাকে হতাশ করে। আর এখন আমি তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আর এমন কাউকে খুঁজে বের করতে চাইছে যিনি আমার যৌন কামনা পরিতৃপ্ত করতে পারবেন এবং জীবন সঙ্গিনী হিসেবেও ভালো হবেন। এর মধ্য দিয়ে আমি আমার স্ত্রীর জীবনকেও ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চাই। দয়া করে একটু বলুন, আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি?
উত্তর দিচ্ছেন ড. আশিমা প্রুথি
যে নারীটিকে আপনি ভালোবাসেন তার প্রতি আপনার মনোভাব দেখে আমি পুরোপুরি বিস্মিত হয়েছি! আপনি যদি সত্যিই আপনার স্ত্রীকে ভালোবাসতেন তাহলে আপনি স্বেচ্ছায়ই সমস্যা খুঁজে বের করার যন্ত্রণাটুকু ভোগ করতেন এবং কোনো যৌন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতেন। কারণ আমার মনে হচ্ছে আপনার মধ্যেই রয়েছে আসল সমস্যাটি।
আপনি যদি নিজে থেকে তার সঙ্গে যৌন মিলনের উদ্যোগ গ্রহণ করতে না পারেন তাহলে আপনি হয়তো নিজের অজান্তেই আপনার মধ্যে কোনো যৌন সমস্যার মোকাবিলা করছেন।
আর নতুন একজন সঙ্গিনী খুঁজে নেওয়াটাও কোনো সমাধান নয়। কেনন কোনো কিছুই এটা নিশ্চিত করতে পারবে না যে এই নতুন সঙ্গিনী আপনাকে যৌনতায় পরিতৃপ্ত করতে পারবে।
তার চেয়ে বরং যত দ্রুত সম্ভব তত দ্রুত আপনি কোনো যৌন চিকিৎসকের শরণাপন্ন হন। আর নয়তো আপনি নিজের জীবনটাকে চিরদিনের জন্য ধ্বংস করে ফেলবেন।
– ড. আশিমা প্রুথি একজন পরামর্শক এবং মনোবিজ্ঞানী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *