নীলফামারীতে শিশুর বিনোদন, শিক্ষা , স্বাস্থ্য ও সুরক্ষায় সংবাদ সম্মেলন
নীলফামারীতে শিশুর বিনোদন, শিক্ষা , স্বাস্থ্য ও সুরক্ষায় সংবাদ সম্মেলন

নীলফামারীতে শিশুর বিনোদন, শিক্ষা , স্বাস্থ্য ও সুরক্ষায় সংবাদ সম্মেলন

বিডি নিউজ ৬৪: নীলফামারীতে জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) শিশুর বিনোদন, সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে সংবাদ সম্মেলন করেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাল্যবিয়ে রোধ, কল-কারখানায় শিশু শ্রমিকের সংখ্যা হ্রাস, জন্মনিবন্ধন নিশ্চিত করা, দুঃস্থ্য শিশুদের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ, শিশুদের  দৈহিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় জেলা শহরে শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক স্থাপন, হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবি জানানো হয়। এছাড়া বাল্যবিয়ে, শিশু নির্যাতন ও শিশু শ্রম বন্ধে অভিভাবকসহ সকলকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান তারা।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার জেষ্ঠ সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস। জেলায় এনসিটিএফ এর কার্যক্রম নিয়ে আলোচনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক মোনালিসা হৃদী, উপদেষ্টা আবিদ আব্দুল্লাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুর আলম।

সংশ্লিষ্টরা জানান, ২০০৬ সাল থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে সেভ দ্যা চিলড্রেন ও প্ল্যান ইণ্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় জেলায় শিশু অধিকার রক্ষায় কাজ করছে শিশুদের ওই সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *