বিডি নিউজ ৬৪: জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় ১ লাখ ২ হাজার ৬৮৭ জন শিক্ষার্থীর হাতে সরকারের ঘোষিত ১ জানুয়ারি বই উৎসব সফল করতে প্রাথমিক পর্যায়ে দেয়া হবে ২০১৭ শিক্ষাবর্ষের নতুন বই।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র বাসস’কে জানায়, জেলার ৬শ’ ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ২ হাজার ৬৮৭ শিক্ষঅর্থীর জন্য ৪ লাখ ৬৬ হাজার ৬২টি বই বরাদ্দ দেয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৭১টি, পরীক্ষণ বিদ্যালয় ১টি, এনজিও পরিচালিত বিদ্যালয় ৬৮টি, কেজি স্কুল ১৭১টি, নন রেজি: বিদ্যালয় ১টি ও অন্যান্য বিদ্যালয় ২৮টি। ১ জানুয়ারী বই উৎসব সফল করতে ইতোমধ্যে উপজেলার মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে বই পৌঁছানোর ব্যাবস্থা করা হয়েছে।
সূত্রটি আরও জানায়, বই উৎসব সফল করতে স্কুলে স্কুলে ৯৮ ভাগ বই পাঠানো ইতোমধ্যে শেষ হয়েছে বলে জেলা শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা বাসস’কে জানিয়েছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল