বিডি নিউজ ৬৪: সোমবার রাত ঢাকার ধামরাইয়ে বাড়ারিয়া চন্দ্রপাড়া এলাকায় দেশি অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রাত ১২টার দিকে বাড়ারিয়া চন্দ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ডাকাতরা হলেন-ফরিদপুর জেলার মধুখালী থানার ডোমাইন গ্রামের হাফিজ মির ছেলে আতিক মির (৪০), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মোহাম্মদপুর গ্রামের সাইদুল শেখের ছেলে শাজাহান শেখ (৩৭) এবং অপরজনের নাম জানা যায়নি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ওসি (তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, রাতে আনোয়ার নামে এক ব্যক্তি বাড়ি ফিরছিলেন। পথে তিন ব্যক্তি তার কাছে এসে কী আছে দিতে বললে আনোয়ার ডাকাত বলে দৌড় দেন। ওই তিন ব্যক্তিও তাকে ধাওয়া করে। এসময় স্থানীয় জনতা এসে তাদের আটক করে গণপিটুনি দেয়। ডাকাতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল