মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০০ ভরি সোনা ঘরে ঢুকে ডাকাতি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০০ ভরি সোনা ঘরে ঢুকে ডাকাতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০০ ভরি সোনা ঘরে ঢুকে ডাকাতি

বিডি নিউজ ৬৪: গতকাল রবিবার দিবাগত রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গ্রিল কেটে এক আওয়ামী লীগ নেতার বাসায় ঢুকে ১০০ ভরি সোনার গয়নাসহ দেড় লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। তিনি প্রাণসহ কয়েকটি কম্পানির স্থানীয় পরিবেশকও।

এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা আবু শহীদ আব্দুল্লা বলেন, “১০-১২ জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। আমাকে, আমার স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রীসহ নাতিদের হাতমুখ বেঁধে রাখে।

তিনি আরো বলেন, “তারা প্রায় এক ঘণ্টা ধরে বাসার সব জিনিসপত্র তছনছ করে। আলমারি ভেঙে প্রায় ১০০ ভরি ওজনের সোনার গয়না ও দেড় লাখ টাকা নিয়ে পলিয়ে যায়। ”

এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এই আওয়ামী লীগ নেতা।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রহমান জানান, গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরতলির বারিধারা আবাসিক এলাকায় আবু শহীদ আব্দুল্লার বাসায় ডাকাতি হওয়ার অভিযোগ পেয়েছেন তারা।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি মাহবুবুর বলেন, মালপত্র উদ্ধারসহ ডাকাত ধরার জন্য জোর তৎপরতা চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *