বিডি নিউজ ৬৪: নীলফামারীর কিশোরগঞ্জে আজ বুধবার সকালে আলু ভর্তি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার পুকুরপাড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই কবিরাজপাড়া গ্রামের কালা মাহমুদের ছেলে জামিয়ার রহমান (২৬) ও একই গ্রামের সামছুল হক গাঠুর ছেলে আব্দুর রশিদ (২৭)। আহত শ্রমিক হলেন একই উপজেলার থেথতেরীপাড়া গ্রামের বজরু মামুদের ছেলে ইউনুছ আলী (৩০)। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ট্রাকটি বস্তা ভর্তি আলু লোড করে যাওয়ার সময় ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাকের উপর থাকা তিন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহায়তায় চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় এবং এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ট্রাকের চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার রেদোয়ানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিককে মৃত ও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বজলুর রশিদ কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল