বিডি নিউজ ৬৪: সিলেট বিভাগের সচিব জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান মো: নজিবুর রহমান বলেছেন, সিলেটের শেওলা ষ্টেশন কে একটি মডেল স্থাপনা হিসেব গড়ে তোলা হবে।
যাতে পরবর্তীতে সকল ষ্টেশন এর আদলে গড়ে তোলা হয়। বাংলাদেশ-ভারতের ব্যবসা বান্ধব পরিবেশ আরো জোরদার করতে জকিগঞ্জে ফ্রেন্ডশিপ ব্রীজ তৈরী করা হবে। তিনি বলেন সিলেটের মানুষ রাজস্ব প্রদানে আগ্রহী সরকারকে আয়কর ও ভ্যাট প্রদান কি ভাবে করা যায় তার জন্য প্রস্তাবনা দিয়ে থাকেন, তা প্রশংসনীয়। দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট গ্র“প’র যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নগরীর একটি অভিজাত হোটেলে মঙ্গলবার রাতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালক ও জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট গ্র“প’র সাধারণ সম্পাদক মো: লায়েস উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা কাষ্টমস সি এন্ড এফ এজেন্ট গ্র“পের সভাপতি শাহ আলম,এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এর মহাপরিচালক মো: বেলাল উদ্দিন, কাস্টমস এক্সচেঞ্জ এন্ড ভ্যাট কমিশনারেট এর কমিশনার শফিকুল ইসলাম, কর অঞ্চল সিলেটের কমিশনার সৈয়দ আবু দাউদ, কয়লা আমদানীকারক গ্র“পের সভাপতি এমদাদ হোসেন, চেম্বারের পরিচালক হিজকিল গুলজার, পরিচালক বশিরুল হক।
এতে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ সভাপতি মামুন কিবরিয়া সুমন, পরিচালক সাহেদুর রহমান, পরিচালক পিন্টু চক্রবর্তী, পরিচালক এনামুল কুদ্দুস, পরিচালক মুকির হোসেন চৌধুরী, পরিচালক চন্দন শাহা, সি এন্ড এফ এজেন্ট গ্র“পের সোব্রত ধর পার্থ,
ওয়াহিদুজ্জামান রাজীব, জালালাবাদ ভেজিটেবলস এক্সপ্রোটার গ্র“পের সহ সভাপতি আবদুল কালাম প্রমুখ।
জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান মো: নজিবুর রহমান আরো বলেন, সিলেটে কাস্টমস এর জন্য আইকোনিক বিল্ডিং নির্মান করা হবে। বর্তমানে কাস্টমস এর আবকাঠামোগত উন্নয়ন দুঃখ জনক। ইতি মধ্যে দু’টি জায়গা দেখা হয়েছে যা নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে আলোচনা করে দ্রুত কাজ শুরু করা হবে।
অতি সম্প্রীতিজাতীয় রাজস্ব আহরনে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট গ্র“প’র বিভিন্ন ধরনের সহযোগীতা উদ্যোগের প্রশংসা করে বলেন আগামীতে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত রাজস্ব সংলাপে আমন্ত্রন জানানো হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল