বিডি নিউজ ৬৪: রাজশাহীতে সিগারেটের আগুন পড়ে সিলিন্ডারে গ্যাস ভরানোর সময় বিস্ফোরণে এক জন আহত হয়েছেন। সোমবার দিবাগত গভীর রাতে নগরীর হেতেম খাঁ ছোট মসজিদের কাছে এ ঘটনা ঘটে। আহতের নাম ফায়সাল আলী (২৮)। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার শরিফুল ইসলাম বলেন, ফায়সাল আলী এলপি গ্যাস সিলিন্ডার থেকে ছোট টিনের সিলিন্ডারে গ্যাস ভরে বিভিন্ন জুয়েলার্সের দোকানে দেন। সোমবার রাতেও সিলিন্ডারে গ্যাস ঢুকানোর কাজই তিনি করছিলেন। ওই সময় তিনি সিগারেটও পান করছিলেন। এক পর্যায়ে সিগারেটের আগুন পড়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল