বিডি নিউজ ৬৪: গাইবান্ধায় আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। অচল হয়ে গেছে গাইবান্ধা। ধর্মঘট ডেকেছে ট্রাক মালিক সমিতির নেতা ও শ্রমিকেরা। তাদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বুধবার ভোর থেকে জেলার সব রুটে ট্রাক-বাস-মিনিবাস-মাইক্রোবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।
এর আগে মঙ্গলবার এ ধর্মঘটের ডাক দেয় জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। জেলা মোটর মালিক সমিতির দফতর সম্পাদক আতিক বাবু জানান, বুধবার ভোর থেকে আমরা কর্মসুচী শুরু করেছি। দাবি না মানা পর্যন্ত এ অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে বলে জানান তিনি।
গত ১৩ ডিসেম্বর গাইবান্ধায় বার্ষিক সাধারণ সভায় বিরোধের জেরে শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিঠুসহ কয়েকজন শ্রমিকের ওপর হামলা চালায় অজ্ঞাতরা।
এ ঘটনার প্রতিবাদে জেলা মোটর মালিক ও ট্রাক মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ঘোষণা দেয়। এ ধর্মঘটে পরে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সমর্থন দেয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল