বিডি নিউজ ৬৪: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকার ভাড়াবাড়ির একটি কক্ষ থেকে রুমা আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ ঘটনা স্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। রুমা খুলনা জেলার হোমনা থানার হানিফ মিয়ার মেয়ে।
সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, সকালে প্রতিবেশীরা ঘরের আড়ার সঙ্গে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, কীভাবে ওই কিশোরীর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল