বিডি নিউজ ৬৪: নাটোর জেলখানায় চাঁদ আলী (৬২) নামে এক কয়েদির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। গুরুতর হলে তাকে নাটোর সদর হাসপাতালের নেয়া হয়।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাঁদ আলী বড়াইগ্রাম উপজেলার চান্দাই নতুনপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
নাটোর জেলখানার ডেপুটি জেলার তোফায়েল আহমেদ খান জানান, মাদক সংক্রান্ত একটি মামলায় চাঁদ আলী ৯ ডিসেম্বর (শুক্রবার) জেলখানায় আসেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে রাত সোয়া ১১টার দিকে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কালাম আজাদ জানান, চাঁদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আগে থেকেই তার উচ্চ রক্তচাপ ছিল।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল