পুলিশের বাধা ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চে
পুলিশের বাধা ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চে

পুলিশের বাধা ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চে

বিডি নিউজ ৬৪: ইসলামী আন্দোলন বাংলাদেশ  আজ রবিবার রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে মায়ানমার অভিমুখে আন্দোলন ও কর্মসূচি পালনে বাধা দিয়েছে পুলিশ।

আজ রবিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলের নেতা কর্মীরা লংমার্চে যোগ দেওয়ার জন্য জড়ো হতে থাকে। কিন্তু পুলিশের বাধার কারণে লংমার্চ কর্মসূচি পণ্ড হয়ে যায়। পরে পল্টনে সমবেত হন তারা।

ইসলামী আন্দোলনের এক কর্মী জানান, লং মার্চে অংশ নেওয়ার জন্য তারা রাজধানীর যাত্রাবাড়ীতে জড়ো হয়েছিলেন। সেখান থেকে তারা রওয়ানা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। শুধু যাত্রাবাড়ীতেই নয়, দেশের বিভিন্ন স্থানে লংমার্চ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে বলে জানান দলটির নেতারা। এদিকে পুলিশের বাধার মুখে লংমার্চ কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ায় রাজধানীর পল্টন এলাকায় সমবেত হন দলটির নেতা কর্মীরা। হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে এ এলাকার যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। এ সময় প্রায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পল্টন রাস্তা বন্ধ থাকে। এতে জনদূর্ভোগের সৃষ্টি হয়।

লংমার্চে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পল্টনের সমাবেশে বলেন, শত শত গাড়ি ভর্তি লাখ লাখ মানুষ শান্তিপূর্ণ লংমার্চ পালনে অংশগ্রহণ করেন। কিন্তু এই লংমার্চ পালনকালে পুলিশ গাড়িবহরে হামলা চালিয়েছে। অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আমাদেরকে লংমার্চ পালন করতে দেওয়া হয়নি। লংমার্চ করতে না দেওয়ায় তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। এদিকে লংমার্চ কর্মসূচি পালন করতে না পারায় আগামী শুক্রবার জুমার নামাজ শেষে প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি। এর আগে ৬ ডিসেম্বর মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে লংমার্চের ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *