নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্রকে সাময়িক বহিষ্কার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্রকে সাময়িক বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্রকে সাময়িক বহিষ্কার

বিডি নিউজ ৬৪: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবদুস সালাম হলের ছয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জানা গেছে শহীদ আবদুস সালাম হল হামলা-ভাঙচুরের ঘটনায় তারা জরিত ছিলেন।

শনিবার ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।হলের প্রভোস্ট মোহাম্মদ ইউসুফ মিয়া আজ রবিবার বিষয়টি জানান। তিনি বলেন, গতকালের হামলার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওহিদুজ্জামান মৌখিকভাবে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটির দেওয়া প্রাথমিক তথ্য অনুসারে ছাত্রদের বহিষ্কার করা হয়। ওই কমিটির নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইউসুফ মিয়া।

গতকাল বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বহিরাগত সন্ত্রাসীরা হলে ভাঙচুর ও লুটপাট চালায়। হলের কমপক্ষে ১৫ জন ছাত্রকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা। এ সময় ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ হামলার পর জড়িত ও ইন্ধনদাতাদের গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্ররা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক হলে অবস্থানকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করে। ওই খাবার পাওয়া না পাওয়া নিয়ে ছাত্রলীগের নেতা আবদুল হামিদ ওরফে রানা ও সাজ্জাদের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।

এ ছাড়া ওই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি নিয়েও দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগের নেতা হামিদের নেতৃত্বে ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীরা প্রবেশ করে তাণ্ডব চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগের অনুমোদিত কোনো কমিটি নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *