বিডি নিউজ ৬৪: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত ব্যক্তির নাম নজির আহমদ(৫৫) সে মাতারবাড়ী ইউপির সাতঘর পাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে ১৩ডিসেম্বর গভীর রাতে।
স্থানীয় এলাকাবাসির সূত্রে জানা যায়, ১৪ডিসেম্বর সকাল ৭টার সময় পথ চারী ও পার্শ্ববর্তী মাদ্রাসার ছাত্ররা- নজির আহমদ এর মৃত দেহ মজিদিয়া মাদ্রাসাস্থ বড় কবরস্থনের দেওয়ালের ভিতরে পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ এর সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
নিহত নজির আহম্মদ এলাকায় নাজির মাঝি নামে পরিচিত; সে নৌ-পথে মাতারবাড়ীর ব্যবসায়িদের বিভিন্ন মালামাল চট্রগ্রাম থেকে মাতারবাড়ীতে আনার নেওয়ার চালানদার হিসেবে কাজ করত।
স্থানীয় মেম্বার জাহেদুল ইসলাম জানান, নিহত নজির আহমদ এক জন সাদা সিদে মানুষ ছিলেন। এলাকায় তার কোন শত্রু নেই। তবে বিভিন্ন ব্যবসায়িদের কাছ থেকে টাকা উঠিয়ে; গভীর রাতে টাকা নিয়ে বাড়ীতে ফেরার পথে দুবৃর্ত্তের হাতে হামলার শিকার হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শাওন জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের নাতী ছাদেক ও তার বউ শাইলা কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহত নজির আহম্মদ হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে ওই এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের চিরুনী অভিযান চলছে এবং শীগ্রই জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল