বিডি নিউজ ৬৪: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের হাগলাছড়া এলাকায় ইউপিডিএফের গুলিতে জেএসএস সংস্কারের দুই কর্মী নিহত।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। জেএসএস সংস্কার দলের নাম প্রকাশে অনিচ্ছুক জানান, বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়ন যুব সমিতির একটি দল মঙ্গলবার রাত আড়াইটার দিকে সাংগঠনিক কাজ শেষে ফিরছিল।
এসময় উক্ত এলাকায় ইউপিডিএফের সশস্ত্র কর্মীদের সাথে তাদের মুখোমুখি হয়ে গেলে ইউপিডিএফ কর্মীরা তাদের উপর গুলি চালালে ঘটনাস্থলেই যুদ্ধ চন্দ্র চাকমা(৩৫), ও নয়ন চাকমা (৩২) নামে তাদের দুই কর্মী নিহত হয়েছে।
তবে স্থানীয় ইউপিডিএফ সূত্র এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।
স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো এ ঘটনা জানিয়েছেন। তারা জানিয়েছেন, লাশ উদ্ধারের উদ্দেশ্যে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল