বিডি নিউজ ৬৪: আজ বরিশালে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরী স্কুল কলেজ) এমপিও ভুক্তির দাবিতে সমাবেশ করেছেন শিক্ষকরা ।
বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডের শিক্ষক ভবনের অডিটরিয়মে সোমবার সকালে এই বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফেডারেশনরে সভাপতি অধ্যক্ষ এশারত আলী,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি ড.বিনয় ভূষন রায়।
সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম আলম,শিক্ষক সমিতি বরিশাল জেলা সভাপতি দাস গুপ্ত আষিশ কুমার,মোঃ রাসেদ,ডালিয়া নাসরিন, মোঃ মনিরুজ্জামান, রিয়াজুল ইসলাম বাচ্চু, মোঃ মহিউদ্দিন,অধ্যক্ষ গোপাল কৃষ্ণ বসাক, মোঃ সেলিম রেজা,মাওঃ মোঃ মাসুম বিল্লাহ,মোঃ আব্দুল বাকি, মোঃ জামাল হোসেন,মোঃ এমদাদ উল্লাহ প্রমুখ।
সমাবেশে শিক্ষক নেতারা বলেন শিক্ষকদের দাবি মানা নাহলে আগামী ৮ই জানুয়ারী ঢাকা জাতীয় প্রেসক্লাব সামনে লাগাতার কর্মসূচী পালন করা হবে।
শিক্ষকদের যেন এই কঠোর কর্মসূচীতে যেতে না হয় সে জন্য বর্তমান শিক্ষা বান্ধব সরকারের কাছে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানান তারা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল