বিডি নিউজ ৬৪: মায়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক অত্যাচার নির্যাতন,হত্যা,বাড়ি ঘড়ে অগ্নি সংযোগ করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ বরিশাল জেলা ও মহানগর শাখা।
অশ্বিনী কুমার হল চত্বরে মঙ্গলবার সকাল ১১টায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জমইয়াতে হিযবুল্লাহ বরিশাল বিভাগীয় শাখার আহবায়ক আলহাজ হযরত মাওঃ মির্জা মোঃ নুরুর রহমান বেগ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আলা, আলহাজ মাওলানা সৈয়দ মোঃ শরাফত আলী।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন সারা বিশ্বে এ পর্যন্ত যতগুলি লোহমুর্ষক ঘটনা ঘটেছে মায়ানমারের ঘটনা তা অতিক্রম করেছে। সন্ত্রাস দমনের নামে মুসলমান নিধন শুরু করেছে অশান্তির রানি অংসান সূচি। তারা জানেনা মুসলমান হত্যা করে ধ্বংশ করা যাবেনা। বক্তারা রোহিঙ্গা মুসলমান হত্যা বন্ধ করা নাহলে সারা বিশ্বের মুসলমাদের মাঝে আন্দোলন ছড়িয়ে দেয়া হবে।
তাই অবিলম্বে রোহিঙ্গাদের মানবিকভাবে আশ্রয় দিয়ে মায়ানমার সরকারের উপর আন্তর্জাতিকভাবে চাপ সৃস্টি করার জন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানান।
সেই সাথে শান্তির নামে সূচিকে দেয়া নোবেল পুরস্কার ফিরিয়ে নিয়ে আন্তর্জাতিক আদালতে তার বিচার করার জন্য জাতিসংঘ সহ সকল শান্তি প্রিয় দেশগুলোর প্রতি আহবান জানান হয় সমাবেশ থেকে।
পাশা পাশি রোহিঙ্গাদের জন্য খাবার অর্থ সাহায্যের জন্য সরকার যদি সহযোগীতা কামনা করেন তাহলে হিযবুল্লাহর সদস্যরা পাশে দাঁড়াতে রাজি আছে ঘোষণা করেন তারা।
সমাবেশ শেষে নগরীতে বিশাল এক বিক্ষোভ মিছিল বেড় করে মিছিলটি প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল