বিডি নিউজ ৬৪: সিলেটে স্বর্ণের বার নিয়ে প্রতারণার অভিযোগে তিন জনকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার দুপুরে নগরীর ক্বীন ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাবের গোয়েন্দা দলের তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল সিনিয়র এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে কোর্ট পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কিন ব্রীজের সামনে থেকে ১ টি নকল স্বর্ণের বারসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন- ময়মনসিংহের হাসান আলীর ছেলে রমজান আলী (৩৩), সুনামগঞ্জের জগন্নাথপুরের সোনাপর আলীর ছেলে আংকার মিয়া (৩০), ও একই জেলার ছাতকের ইসহাক আলীর ছেলে মোঃ রাজ্জাক মিয়া (২৮)।
র্যাব-৯ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তদিতে জানানো হয়, সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে প্রতারক চক্রের সদস্যরা প্রতারণার ফাদঁ ফেতে প্রতারণা করছে। বিভিন্নভাবে প্রতারক চক্র সাধারন ও নিরীহ মানুষকে প্রতারণার শিকারে পরিনত করে। ইদানিং এরূপ ভাবে প্রতারণা করছে একটি চক্র; যারা নকল স্বর্ণের বার দেখিয়ে আসল স্বর্ণের বারের কথা বলে সাধারন মানুষকে ঠকাচ্ছে। দীর্ঘদিন ধরে এমন একটি সংঙ্গবদ্ধ প্রতারক চক্র সিলেটের বিভিন্ন স্থানে নিরীহ এবং সরল বিশ্বাসের ব্যক্তিদেরকে নকল স্বর্ণের বার দেখিয়ে টাকা নিয়ে প্রতারণা করত; তারা আসল স্বর্ণ বলে নকল স্বর্ণের বার বিক্রি করত। স্বর্ণের বার ক্রয়ের পরবর্তীতে প্রতারিত ব্যক্তি বাসায় গিয়ে দেখতে পায় তার নিকট স্বর্ণের বারটি সোনালি রং এর পিতলের তৈরি। একটি ব্যাগে বিশেষ কৌশলে মোড়ানো থাকে নকল স্বর্ণের বারগুলো।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- তাদের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, প্রতারক চক্রের ৩/৪ জনের একটি দল থাকে যাদের মধ্যে একজন রিক্সাচালকের ভূমিকায় থাকে এবং নিরীহ ও সাধারন মানুষকে টার্গেট করে যাত্রী হিসেবে নেয়। পরবর্তীতে কিছুদূর গিয়ে প্রতারক চক্রের অন্য সদস্যদের রিক্সায় উঠিয়ে নেয় এবং সুকৌশলে স্বর্ণের বারটি মাটিতে ফেলে দিয়ে বলে যে, স্বর্ণের বারটি পাওয়া গিয়েছে। এমন অবস্থায় এই যাত্রীদের সাথে এটি বিক্রি করতে দর কষাকষি করে স্বল্প দামে বিক্রি করে, যা আসলে খুবই কৌশলে করে থাকে। এভাবে তারা আরো বিভিন্ন ভাবে প্রতারণা করে থাকে।
উদ্ধারকৃত নকল স্বর্ণের বার এবং গ্রেফতারকৃত আসামীদের এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল