সিলেটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১০ ব্যবসাপ্রতিষ্ঠান
সিলেটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

সিলেট মুক্তিযোদ্ধা গলিতে অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

বিডি নিউজ ৬৪: সিলেট নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতফায়ার সার্ভিসের সিলেট বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম বলে ধারণা করছেন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অগুনে নষ্ট হয়েছে যায় মদিনা আর্ট, মেঘনা অফসেট, কাজী প্রিন্টিং, শাহীন অপটিকস, অনিক অফসেট প্রেস, ছাপাঘর, সিদ্দিক প্রিন্টিং অ্যান্ড বুক বাইন্ডিং, আলম আর্ট অ্যান্ড রাবার স্ট্যাম্প, ডিজাইন মেলা নামক ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানের অর্ধকোটি টাকার মালামাল।

ক্ষতিগ্রস্তরা বলেন, সোমবার রাতে জেলা পরিষদ নির্বাচনের প্রতীকসহ নির্বাচনী পোস্টার লিফলেট ছাপার কাজ রাতভর চলে। মঙ্গলবার সকাল ৬টার দিকে প্রেসের কাজ বন্ধ করে বাসায় যান। সকাল ৯টার দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *