বিডি নিউজ ৬৪: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাইশাখালীতে বিরোধের জের ধরে ঘরে আগুন লাগানোর ঘটনায় স্কুলপড়ুয়া এক শিশু অগ্নিদগ্ধে মারা গেছে। নিহত শিশুর নাম সাব্বির হোসেন শান্ত (১২)।
সে বাইশখালী গ্রামের মো. আমির হোসেনের পুত্র ও ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। রবিবার মধ্যরাতে আগুন লাগানো ও মৃত্যুর এ ঘটনা ঘটে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আমরা রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মৃত শান্তের বাবা আমির হোসেন জানান, একটি মামলায় সাক্ষ্য দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে তার মতবিরোধ চলছিল। প্রতিপক্ষের লোকজন একাধিকবার বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিল। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে দাবি করেন তিনি। তিনি আর বলেন, রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আমরা ঘর থেকে বের হতে পারলেও শান্ত ঘর থেকে বের হতে পারেনি। ফলে আগুনে পুড়ে সে মারা যায়।
শান্তর মা সালমা বেগম জানান, আগুনে পুড়ে তার ছেলে মারা যায়। আগুনের সূত্রপাত হওয়ার মত কোন উপাদান ওই ঘর ও তার আশেপাশে ছিল না। শত্রুতামূলকভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় চারটি ঘর ভস্মীভূত হয় এবং ঘরের মধ্যে রক্ষিত নগদ অর্থ, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল