বিডি নিউজ ৬৪: রাজধানীর শনিরআখড়ার কদমতলী পাটেরবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিং এর কাজ করার সময় মাথায় পাইপ পড়ে অন্তর (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে।
তার সহকর্মী আনিছুর রহমান জানান, সকালে পাইলিংয়ের কাজ করার সময় হঠাৎ একটা পাইপ মাথার উপরে পড়লে গুরুতর আহত অন্তর। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে বেলা সাড়ে ১২টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহিষাকান্দি গ্রামে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল