বিডি নিউজ ৬৪: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউপি চেয়ারম্যান মেহেরাজ হোসেনকে দুঃস্থদের চাল ও জেলেদের ক্ষয়রাতি চাল আত্মসাতের অভিযোগে নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) রবিবার দপুরে জেলা শহর থেকে আটক করেছে।
নোয়াখঅলী জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মশিউর রহমান জানায় হাতিয়ার নিঝুম দ্বীপের বর্তমান ইউপি চেয়ারম্যান মেহেরাজ হোসেন তার ইউনিয়নের জন্য বরাদ্ধকৃত গরীব দূস্থদের জন্য স্বল্প মূল্যের ১০ টাকা কেজির চাল ও জেলেদের জন্য সরকারের বরাদ্ধকৃত ক্ষয়রাতি চাল তাদের মধ্যে সঠিকভাবে বিতরন না করে আত্বস্যাত করায় দুদক নোয়াখালী তা তদন্ত করে সত্যতা পাওয়ায় রাবিার দুপুরে নোয়াখালী জেলা শহর থেকে তাকে আটক করে।
তার বিরুদ্ধে ৫০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। তাকে আটক করে দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল