গৌরনদীতে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
গৌরনদীতে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গৌরনদীতে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিডি নিউজ ৬৪: বরিশালের গৌরনদীতে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বার্থী তারা মায়ের মন্দিরের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে মন্দির আঙ্গিনায় সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার সন্তুনু ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.  শাহজাহান প্যাদা, সাবেক সভাপতি অমর কৃষ্ণ রায় এবং সাধারণ সম্পাদক প্রণব দত্ত বাবু। পরে  নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সহযোগিতায় ৫০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ  করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *