রাজশাহীতে রেলওয়ে এলাকায় অগ্নিকাণ্ড
রাজশাহীতে রেলওয়ে এলাকায় অগ্নিকাণ্ড

রাজশাহীতে রেলওয়ে এলাকায় অগ্নিকাণ্ড

বিডি নিউজ ৬৪: রাজশাহী মহানগরীর দাশপুকুর বাইপাস মোড় এলাকায় রেলওয়ের জমির ওপর তৈরি অবৈধ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই স্থানীয় দুটি ক্লাবসহ বেশ কিছু ঘরদোর পুড়ে যায়। ”
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ধারণা করছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শরীফুল ক্ষয়ক্ষতি সম্পর্কে বলেন, আগুনে মালপত্রসহ দুটি ক্লাব, দুটি মাইক ও ফ্যানসহ একটি খানকাহ শরিফ ও ভাঙারি মালসহ একটি দোকান পুড়ে গেছে। ”
প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান শরীফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *