বিডি নিউজ ৬৪: ১৯৭১ সালে ৯ ডিসেম্বর সকাল ১১ টা পর্যন্ত যুদ্ধের পর পাক সেনারা দাউদকান্দিতে তাদের শেষ আশ্রয়স্থল সড়ক ও জনপথের বাংলোতে উঠে এবং সেখান থেকে লঞ্চ যোগে মেঘনা নদী দিয়ে গজারিয়া হয়ে ঢাকায় পালিয়ে যায়। দুপুরে মুক্তিযোদ্ধারা দাউদকান্দি পৌছে হানাদারমুক্ত দাউদকান্দিতে স্বাধীন বাংলা লাল সবুজ পতাকা উড়ায়।
দাউদকান্দি মুক্ত দিবস উপলক্ষে সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে এক বিজয় র্যালির মধ্যে দিয়ে দিবসের সুচনা করা হয়। র্যালি মহাসড়ক ও পৌরসভা প্রদক্ষিণ করে দাউতকান্দি ডাক বাংলোতে এসে শেষ হয়।
দাউদকান্দি মুক্ত দিবস উপলক্ষে দাউদকান্দি মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের টোলপ্লাজা থেকে র্যালির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্ম আলী সুমন, দাউদকান্দি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খোরশেদ আলম, পৌরসভার মেয়র নাঈম ইউছুফ সেইন এবং দাউদকান্দি উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ। সন্ধ্যায় শেখ রাসেল স্কয়ারে প্রখ্যাত শিল্পি মুজিব পরদেশীসহ বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতব্য হইবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল