ব্রাইটন ও পদ্মা জেনারেল হাসপাতালকে ২২ লাখ টাকা জরিমানা
ব্রাইটন ও পদ্মা জেনারেল হাসপাতালকে ২২ লাখ টাকা জরিমানা

ব্রাইটন ও পদ্মা জেনারেল হাসপাতালকে ২২ লাখ টাকা জরিমানা

বিডি নিউজ ৬৪: অনিয়ম, অনুমোদনহীন ঔষধ বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের দায়ে আজ রাজধানীর ব্রাইটন ও পদ্মা জেনারেল হাসপাতালকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সরওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-২ এর অভিযানে ভ্রাম্যমান আদালত এই জরিমানা করে। এই সময় স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র‌্যাব সূত্র জানায়, রাজধানীর সোনারগাঁও রোডস্থ পদ্মা জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনাকালে চিকিৎসকের স্ক্যান করা ভুয়া স্বাক্ষরযুক্ত প্যাথলজিক্যাল রিপোর্ট, বিভিন্ন ডায়ানষ্টিক টেষ্টের জন্য ব্যবহৃত হচ্ছে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দেখতে পায়। হাসপাতালে অনুমোদন ব্যতিত ব্লাড ব্যাংক পরিচালনা করে রোগীদের শরীরে রক্ত স্থানান্তর করা হচ্ছে।
এছাড়া অত্যন্ত নোংরা পরিবেশে হাসপাতাল ও ডায়াগনষ্টিক ল্যাব পরিচালনা, এক্স-রে রুম অত্যন্ত নোংরা ও মানহীন, পার্কিং রুমকে এক্স-রে রুম হিসেবে ব্যবহার, অপারেশন থিয়েটার নোংরা ও ধুলোবালিযুক্ত। এছাড়া হাসপাতালের ফার্মেসীতে অবৈধভাবে বিদেশী আট প্রকার ওষুধ বিক্রয় ও মজুদ রাখা হয়েছে।
র‌্যাব কর্মকর্তারা এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার ফার্মেসীর মালিক আবু সালেহ খান (৩০), ল্যাব ইনচার্জ কামাল হোসেন শিমুল (২৮), টেকনিশিয়ান মো. রবিউল ইসলাম (৫০) এবং রিসিপশনিষ্ট মৃণাল সরকারকে (৩০) আটক এবংবিদেশী আট প্রকার ঔষধ জব্দ করে।
পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্টেট মো. সরওয়ার আলম আটককৃতদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ১৬ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
অপরদিকে অদক্ষ ব্যক্তি দ্বারা ল্যাব পরিচালনা করা, ফ্রিজের তাপমাত্রা সঠিক না থাকা, ল্যাবে সাধারণ ফ্রিজ ব্যবহার করা এবং ফ্রিজের ভেতর নোংরা ও অপরিষ্কার থাকায় হাতিরপুলে ব্রাইটন হাসপাতালকে ছয় লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *