আসছে গডজিলা! মারতে নয়, চড়াতে

বিডি নিউজ ৬৪: আপনার গ্যারাজে ‘গডজিলা’ রাখতে চান? তাহলে আজ থেকে বুকিংয়ের সুযোগ থাকছে আপনার কাছে। নিসান মোটর ইন্ডিয়া ঘোষণা করেছে আজ থেকে প্রি-বুকিং করা যাবে এই লাক্সারি গাড়িটি। তবে তার জন্য ২৫ লক্ষ টাকা আগাম জমা দিতে হবে।

চলতি বছর মার্চ মাসে নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো-তে গাড়িটি প্রথম আত্মপ্রকাশ করে। তার পর থেকে বিশ্ব বাজারে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। ভারতে গাড়িটি এ বছরের শেষে বা সামনের বছরের শুরুতেই চলে আসছে বলে সংস্থাটি জানিয়েছে। স্পোর্টস কার সেগমেন্টে Nissan GT-R এখন সংস্থার ফ্ল্যাগশিপ মডেল হিসাবে পরিচিত। তবে ভারতে লঞ্চ করার আগে পরিবেশ, ট্র্যাফিক নিয়ম এবং রাস্তার কথা ভেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে।

কেন এই গাড়িটি নিয়ে এত মাতামাতি তা একবার এর স্পেসিফিকেশনের ওপর চোখ বোলালেই বুঝবেন।৩.৮ লিটার টুইন টার্বো V8 ইঞ্জিন, ৫৫২ Bhp, ৬৮০০ Rpm এবং ৬৩৫ Nm of Torque. যাঁরা গাড়ির স্পিড নিয়ে মাথা ঘামান তাঁরা শুনে আনন্দিত হবেন যে ০-১০০ কিমি স্পিড তুলতে গডজিলার মাত্র ২.৮ সেকেন্জ সময় লাগে। এটা ল্যামবর্ঘিনি অ্যাভেন্টাডোর গাড়ির থেকেও দ্রুত। ভারতের বাজারে গডজিলার দাম হবে আনুমানিক ১.৫ কোটি থেকে ২ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *