কাল শুরু হচ্ছে বস্ত্র শিল্প উপকরণ ও সরঞ্জাম মেলা

বিডি নিউজ ৬৪: আগামীকাল থেকে রাজধানীর বসুন্ধরায় ই্ন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হচ্ছে সিইএমএস গ্লোবাল এর ‘১৭তম বাংলাদেশ টেক্সটেক এক্সপো-২০১৬’ এবং ‘২৫তম ডাইং এন্ড কেমিক্যাল এক্সপো-২০১৬।’
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এই মেলার উদ্বোধন করবেন।
এ খাতের আধুনিক প্রযুক্তি, যন্ত্রাংশ এবং পণ্যসামগ্রী একসঙ্গে উদ্যোক্তাদের দোরগোড়ায় পৌছে দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে এ খাতের ব্যবসায়িদের উৎসাহিত করাই এই মেলার মূল লক্ষ্য।
চারদিন ব্যাপী এ মেলায় ২৩ টি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনসহ প্রায় ১ হাজার ৫০টি প্রদর্শক অংশগ্রহণ করার কথা রয়েছে।
মেলা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *