বিডি নিউজ ৬৪: রিজার্ভের অর্থ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ২৪ সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ ব্যাংক প্রকাশ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওতানাবো এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সএন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিসিসিআই)’র একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎশেষে তিনি সাংবাদিকদের বলেন,‘আমি ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন যাবো।এর আগে এটি প্রকাশ করা হবে।’
মন্ত্রী বলেন,চুরি হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ নিতে হয়েছে।এ কারনে প্রতিবেদন প্রকাশে দেরি হচ্ছে।
কেন্দ্রিয় ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মার্কিন ডলার চুরি হওয়ার ঘটনায় সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্ব গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি গত ৩০ মে অর্থ মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল