জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে হতাশ জাতি

বিডি নিউজ ৬৪: জঙ্গিবাদ দমনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব রাজনৈতিক দল মিলে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  তা ‘নাকচ’ করে দেয়াই জাতি হতাশ বলে মনে করছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

তারা বলছেন, ‘জাতীয় ঐক্যে’র আহ্বানকে নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন।

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ যখন অস্তিত্বের গভীর সংকটে নিপতিত, দেশবাসী যখন আতঙ্কিত তখন প্রধানমন্ত্রীর নেতিবাচক বক্তব্য কার পক্ষে, জাতির মনে আজ সেই প্রশ্ন দেখা দিয়েছে বলেও মনে করছে দলটি।

সোমবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া ওই হতাশার কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, জঙ্গিবাদ উগ্রবাদকে দলীয় নয়, জাতীয় সমস্যা। আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী দিয়ে নয়, জঙ্গিবাদ প্রতিহত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশে এসব হত্যাকাণ্ড বন্ধ করতে হলে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তাহলেই এসব হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব।

তারা আরও বলেন, সঙ্কটপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে দোষারোপের রাজনীতির অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দোষারোপের রাজনীতি দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনী দিয়েও জঙ্গিবাদ দমন সম্ভব নয়।

যাদের সাথে ঐক্য হলে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ বন্ধ হবে তাদের সাথে ঐক্য হয়েছে, শেখ হাসিনার এই বক্তব্যের সমালোচনা করে ন্যাপ নেতারা বলেছেন, দেশবাসী জানতে চায় প্রধানমন্ত্রী কাদের সাথে ঐক্য করেছেন, কারা তারা?

‘একগুঁয়েমি নীতি’ পরিহার করে জঙ্গিবাদ ও উগ্রবাদ রুখতে অবিলম্বে দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সংলাপের আয়োজন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *