বিডি নিউজ ৬৪: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রপ্তানি বাণিজ্যে ইতিবাচক ধারা বইছে। বিদায়ী অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় বেশি হয়েছে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৪-১৫ অর্থ বছরের চেয়ে ৯ দশমিক ৭২ শতাংশ বেশি।
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা সাড়ে ৩৩ হাজার বিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, লক্ষ্যপূরণ হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে অর্থাৎ ২০২১ সাল নাগাদ রপ্তানির লক্ষ্যমাত্রা হচ্ছে ৬০ হাজার বিলিয়ন মার্কিন ডলার। সবার সম্মিলিত চেষ্টা থাকলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হবে না বলেও জানান তোফয়েল আহমেদ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তোফায়েল আহমেদ।
বৈঠকে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজেএমইএ, নিটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র প্রতিনিধিসহ রপ্তানি সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জিএসপি সুবিধা পুনর্বহালে আশ্বাস দিলেও তা করেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে এ নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে কিন্তু বিষয়টি আগের অবস্থাতেই রয়ে গেছে। যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে আর কোনো কিছু বলতে আগ্রহী নয় বাংলাদেশ।’
এ সুবিধা না থাকায় রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে।’
বাণিজ্যসচিব হেদায়েত আল মামুন বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরে পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণ হবে সাভার চামড়া শিল্পাঞ্চলে।’ এতে কোনো হেরফের হবে না জানিয়ে বাণিজ্যসচিব বলেন, চামড়াশিল্প মালিকদের সংগঠন সরকারকে নতুন এ সময় সম্পর্কে আশ্বস্ত করেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল