জঙ্গিহামলার প্রভাব পড়বে না জনশক্তি রপ্তানিতে

বিডি নিউজ ৬৪: সম্প্রতি এক সপ্তাহের ব্যবধানে দুটো ভয়াবহ জঙ্গিহামলার পরও জনশক্তি রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

তিনি বলেছেন, ‘এটা শুধু আমাদের দেশের সমস্যা নয়। সারা বিশ্বে এ সমস্যা চলছে। এটি আন্তর্জাতিক সংকট।’

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘এক বছরের অর্জন ও আগামী বছরের কর্মপরিকল্পনা’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ওই কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সৌদি আরবের পবিত্র নগরী মদিনায়ও জঙ্গিহামলা হয়েছে। এটি আন্তর্জাতিক সংকট। জঙ্গি বিষয়টি আমাদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।’

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। তাকে সহযোগিতার কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমাদের দেশের প্রবাসী কর্মীরা কর্মক্ষেত্রে অত্যন্ত প্রশংসিত। তাই এ ধরনের জঙ্গিহামলা বৈদেশিক কর্মসংস্থানে প্রভাব ফেলবে না।’

সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নের অভিযোগে ৪ বাংলাদেশিকে সাজা দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘সিঙ্গাপুর সরকারের সঙ্গে আমাদের এ বিষয়ে আলোচনা হয়েছে। তারা বিষয়টিকে দেশ হিসেবে নয়, ব্যক্তি হিসেবে দেখছেন।’

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন্নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *