৪৬ কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সংস্কার কাজ

বিডি নিউজ ৬৪: ৪৬ কোটি ২৫ লাখা টাকা ব্যয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে। আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের ৯ম সম্মেলনকে সামনে রেখে কেন্দ্রটির আধুনিকায়ন ও এর স্থায়িত্ব বাড়াতে এ সংস্কার কাজ করা হচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক কো-অপারেশন এ সংস্কার কাজ করবে।

এ বিষয়ে রোববার (২৬ জুন) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও চীনের মধ্যে এক কার্যবিবরণী স্বাক্ষর করা হয়। গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং চীনা দূতাবাসের ইকোনোমিক ও কমার্স কনসেলর লি গুয়ানজুন নিজ নিজ দেশের পক্ষে কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।

কার্যবিবরণী অনুযায়ী এ বছরের ১৭ জুলাই সংস্কার কাজ শুরু করা হবে এবং ৩১ অক্টোবর তা শেষ হবে। সংস্কার কাজ শেষে ১০ নভেম্বর সম্মেলন কেন্দ্রটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরী, এস এম আরিফ উর রহমান, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *