কুমিল্লা বিভাগের দাবি পুনরায় উল্লেখ করে এমপি বাহারের অনুরোধ
কুমিল্লা বিভাগের দাবি পুনরায় উল্লেখ করে এমপি বাহারের অনুরোধ

কুমিল্লা বিভাগের দাবি পুনরায় উল্লেখ করে এমপি বাহারের অনুরোধ

বিডি নিউজ ৬৪: কুমিল্লা বিভাগের দাবি পুনরায় উল্লেখ করে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে কুমিল্লা অনেক অগ্রগামী। ১৯৮৪ সালে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিভাগের আন্দোলন করেছিলাম।
দুর্ভাগ্যের বিষয় আন্দোলন করেছি আমি, বিভিন্ন জায়গায় বিভাগ তৈরি হয়েছে। অনেক কষ্ট করে কুমিল্লা বিভাগের জন্য বার বার দাবি উত্থাপন করি। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা কুমিল্লায় নজরুল জয়ন্তীতে গিয়ে ঘোষণা দিয়েছিলেন কুমিল্লায় বিভাগ হবে। এক বছর হয়ে যাচ্ছে মাননীয় স্পীকার নেত্রীর কথা কোনটাই বিফলে যায় না। আজকে কুমিল্লার সকল মানুষের পক্ষ থেকে নেত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কুমিল্লা বিভাগের কার্যক্রম কবে চালু হবে সেই অনুরোধ করবো আমাদের নেত্রীকে।
তিনি বলেন, মাত্র একটা মিটিংয়ে সিদ্ধান্ত হলেই কুমিল্লা বিভাগের কার্যক্রম চালানো সম্ভব। একটি বিভাগীয় সদরের জন্য যা যা প্রয়োজন-দরকার সব কুমিল্লায় আছে, একটি পাবলিক বিশ^বিদ্যালয় আছে, একটি শিক্ষাবোর্ড আছে, একটি মেডিকেল কলেজ আছে, সকল ব্যাংকের জিএম অফিস কুমিল্লা আছে, শুধু একজন বিভাগীয় কমিশনার আর ডিআইজি পোস্টিং দিলেই কুমিল্লা বিভাগ কার্যক্রম চালু করতে পারি।
স্পিকারকে উদ্দেশ্য করে এমপি বাহার বলেন,আমি আবারও আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে কুমিল্লা বিভাগের দাবি উত্থাপন করলাম।
বুধবার সন্ধ্যায় জাতীয় মহান সংসদে রাষ্ট্রপতি বক্তব্যের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখতে গিয়ে কুমিল্লা সদর  আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।

এমপি বাহার বলেন, মুক্তিযোদ্ধা কোটা ছাড়া সকল কোটা প্রত্যাহার করা উচিত। মেধার বিকল্প কোটা হতে পারে না। প্রধানমন্ত্রীর কাছে আহবান কোটা প্রথা প্রত্যাহার করা হোক। কুমিল্লার ছেলে আখতার অস্ট্রেলিয়াতে মেডিসিন জগতে বিপ্লব ঘটিয়েছে। মেধাবী সন্তানদের যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে ২০৪১ সালের বাংলাদেশে টিকে থাকতে পারবো না। তাই কোটাপ্রথা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এমপি বাহার তার বক্তব্যে নবাব ফয়জুন্নেসার জীবনী পাঠ্য বইয়ে অন্তভূক্ত করার জন্য শিক্ষামন্ত্রীর কাছে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *