সিম ক্লোন করে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ প্রতারক আটক
সিম ক্লোন করে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ প্রতারক আটক

সিম ক্লোন করে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ প্রতারক আটক

বিডি নিউজ ৬৪: বিশেষ সফটওয়ার ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সরকারী কর্মকর্তাদের টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্যকে আটক করেছে বরিশাল জেলা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ  করা হয় ১০ লাখ ৮৩ হাজার টাকা, বিভিন্ন কোম্পানীর ৪’শ ৫৯টি সিম, ১০টি মোবাইল সেট, ৩টি ল্যাপটপ, একটি করে ডেভিড ও কেডিট কার্ড। সোমবার বিকেল ৫টায় পুলিশ লাইন্সে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান।

গ্রেফতারকৃতদের মধ্যে মো. আরিফ হাওলাদার ও মো.জাহিদুল ইসলামকে শরীয়তপুর থেকে এবং মো. আবু হানিফকে গাজীপুরে জেলা থেকে আটক করা হয়।’

পুলিশ সুপার বলেন- অবৈধ  ভিওআইপি এবং পেঙ্গুইন নামে বিশেষ সফটওয়্যার চালু করে ক্লোন করা মোবাইল সিম দিয়ে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও রাজধানীতে এই চক্রের সদস্যরা প্রতারণা করতো। পহেলা ও ১১ জানুয়ারী পর্যন্ত বরিশালের জেলা প্রশাসক ও ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মোবাইল নম্বর ক্লোন করে জন প্রতিনিধিদের কাছ থেকে কাজ পাইয়ে দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়। ১০ জানুয়ারী হিজলা উপজেলার  হিজলা-গৌরবদী  ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলনের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিলে তিনি ১৪ জানুয়ারী থানায় মামলা করেন।

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের টিম বিকাশ এজেন্সির কাছ থেকে তথ্য নিয়ে অভিযান চালিয়ে প্রতারক চক্রের হোতা শহিদুল ইসলাম সাইদুলকে (২৮) ১৪ জানুয়ারী গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে বিকাশ থেকে ৮৩ হাজার টাকা উত্তোলনের সময় হাতেনাতে গ্রেফতার করে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাদে ২৯ জানুয়ারী ৩ জনকে গ্রেফতার করা হয়।

এসময় পুলিশ সুপার আরও বলেন- এর নেপথ্যের হোতাদের বের করার জন্য তারা তৎপর রয়েছেন। আর ফোনে টাকা আদান-প্রদানের ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *