বিডি নিউজ ৬৪: ফরিদপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের থানা রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার নেতৃত্বে নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তাঁরা।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী প্রমুখ।
অপরদিকে, সকাল সোয়া ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় আওয়ামী লীগ নেতা মনিরুল হাসান মিঠু, লিয়াকত হোসেন, বদিউজ্জামান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজনীন হায়দার এবং সদস্য সচিব আইভি মাসুদের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথক পুষ্পমাল্য অর্পণ করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল