বিডি নিউজ ৬৪: শিক্ষা সফরে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্বরূপকাঠী উপজেলার অলংকারকাঠী এমআর মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ৪০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল পৌঁনে নয়টায় কাউখালী উপজেলার নৈকাঠী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বরিশাল শেবাচিম হাসপাতালে বেলা এগারোটা পর্যন্ত ভর্তি হওয়াদের মধ্যে আ.হক (৬৫), লালু বেপারী (৮৪), ইমন (২৫), রিয়াজ (১৬), সাকিব(২০), ইমন (১৬), রেজাউল (১৬), রাজিব (২৫), মাহফুজুুর (৫৮) এদের নাম জানা গেছে। সবার বাড়ি স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি এলাকায়।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাহাবুবুর রহমান বলেন, মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মিলিয়ে এক’শ পনের জন যাত্রী শিক্ষা সফরের জন্য দুটি বাস যোগে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ দেখার জন্য রওয়ানা হন।
পথিমধ্যে কাউখালী উপজেলার নৈকাঠী এলাকায় পৌঁছলে পিছনের বাসটি ব্রেকফেল করে বড় রেইনট্রি গাছের সাথে ধাক্কা খায়। এতে গাড়িটি সামনের দিকে দুমড়ে মুচড়ে যায়। সামনের গাড়ি থেকে নেমে তারা আহতদের উদ্ধার করেন। আহতদের কাউখালী, ঝালকাঠী ও গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে আসেন।
শেবাচিম হাসপাতালের সার্জারী বিভাগের রেজিষ্ট্রার ডা. রাজীব সূতার বলেন, তাদের হাসপাতালে বেলা ১১টা অবধি ১২ জন রোগি ভর্তি হয়েছে। এদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি মনে করেন রেফারের প্রয়োজন হবে না সবাই সুস্থ হয়ে উঠবেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল