বিডি নিউজ ৬৪: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারগয়ড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠান রোববার দুপুরে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফারুক কবির আহ্মেদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ লুৎফা বেগমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের সঞ্চালনায় অন্যাণেরে মধ্যে বক্তব্য রাখেন, পারগয়ড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কালাম বিএসসি, ঘুগা আঃ জলিল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন আহমেদ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রবিউল কবির মনু, ঘুগা আঃ জলিল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক টি আই এম নুরুন্নবী, গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঈশরাত জাহান, ঘুগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামীমা সুলতানা প্রমুখ।
অনষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াত করেন ৯ম শ্রেণির ছাত্রী রুমি খাতুন, গীতাপাঠ করেন ৯ম শ্রেণির ছাত্রী লতা রানী, মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী রিমা খাতুন ও বিদায়ী ছাত্রীদের পক্ষে হোসনেয়ারা বেগম। শেষে বিগত জিএসসি পরীক্ষায় জিপি-এ ৫ পাওয়া ও প্রত্যেক শ্রেণির ১ম , ২য় ও ৩য় স্থান অধিকারী কৃতি ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল