বিডি নিউজ ৬৪: নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জামালপুরের মেলান্দহে। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জন কেনেডি জাম্বিল প্রতিনিধি গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত এ সভা।
বেসরকারী সংস্থা প্রিপ ট্রাস্টের আওতাধীন নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প অপরাজিতা’র উদ্যোগে মেলান্দহ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা পর্যায়ের নীতি বাস্তবায়নকারী ও নীতি নির্ধারকদের সঙ্গে অপরাজিতাদের অভিজ্ঞতা বিনিময় হয়।সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা। এতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প অপরাজিতা’র আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার শান্তি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজুল হক, আহছানিয়া মিশনের আঞ্চলিক ব্যবস্থাপক কাজী ইউনুসুর রহমান, নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক মাফল, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান, অপরাজিতার প্রোগ্রাম অফিসার মোশারফ হোসেন, প্রোগ্রাম অফিসার সুজিত কুমার দে প্রমুখ।
সাবেক ইউপি সদস্য আনোযারা খাতুন অনুষ্ঠানের শুরুতেই আলোচ্য বিষয়ের ওপর ধারণাপত্র পাঠ করেন। বক্তারা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া রাজনৈতিক সব ক্ষেত্রে নারী প্রতিনিধি নির্বাচন ও নারীদের অধিকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার জন্য সবার প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল