বাগেরহাটে জলবায়ু পরিবর্তনে জার্মান দুতাবাসের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে জলবায়ু পরিবর্তনে জার্মান দুতাবাসের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে জলবায়ু পরিবর্তনে জার্মান দুতাবাসের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত

বিডি নিউজ ৬৪: বাগেরহাটে জলবায়ু পরিবর্তনে জার্মান দুতাবাসের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত।  বুধবার (১৬ সেপ্টেম্বর) শহরতলীর দড়িতালুক এলাকার কোডেক সেন্টারে কর্মশালার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান। বাংলাদেশে নিযুক্ত জার্মান দুতাবাসের সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক নামে গণমাধ্যমের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করা একটি প্রতিষ্ঠান এই কর্মশালা আয়োজন করেছিল।

চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ তথা দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের অবস্থা, কারণ ও ভবিষ্যৎ এবং এ বিষয়ে সাংবাদিকদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে বাগেরহাটের রামপাল উপজেলায় একদিনের মাঠ পরিদর্শন করে সংবাদকর্মীরা সেখানকার বিভিন্ন ধরণের পরিবেশ বিপর্যয়ের উপাত্ত খোঁজার চেষ্টা করেন। পরে দলগত উপস্থাপনার মাধ্যমে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে সংবাদ তৈরীর কৌশল নিয়ে আলোচনা করা হয়।

নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন কর্মশালার মূখ্য পরিচালক ও পরিবেশবীদ ড. হোসেন শাহরিয়ার, কো-অর্ডিনেটর সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার।

কর্মশালায় জেলা সদরসহ বাগেরহাটের চারটি উপকূলীয় উপজেলার (মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল ও মংলা) ২০ জন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গনমাধ্যমের সংবাদকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *