বিডি নিউজ ৬৪: নড়াইলের লোহাগড়া থেকে মহিবুর ইসলাম (২২) নামে ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন ওষুধ কম্পানির একজন প্রতিনিধি। লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে।
জানা গেছে, লোহাগড়া উপজেলার মহাজান-ঘসিবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে মহিবুর ইসলাম লোহাগড়ায় ইথিকাল ওষুধ কম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কাজের সুবিধার্থে তিনি লোহাগড়ায় ভাড়া থাকতেন। গত ৪ ডিসেম্বর কম্পানির মার্কেটিংয়ের কাজ শেষে শহরের রাজুপুর গ্রামের পিকুল শেখের বাসাবাড়িতে ফিরে আসেন মহিবুর। সন্ধ্যার পর ওই বাসাবাড়ি থেকে স্থানীয় লক্ষ্মীপাশা বাজারে যাওয়ার পর রাতে আর বাসায় ফিরে আসেননি তিনি।
স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় মহিবুরের বাবা মতিয়ার রহমান গত ৭ ডিসেম্বর লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। লোহাগড়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম নিখোঁজ মহিবুর সম্পর্কে বলেন, “পরিবার থেকে ডায়েরি করার পরপরই সারা দেশে সব পুলিশ স্টেশনে তাঁর ছবি দিয়ে বার্তা পাঠানো হয়েছে। সিআইডি এবং পুলিশের সব শাখায় বিষয়টি জানানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল