স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ১৫ আগস্টের কর্মসূচি ঘোষণা

বিডি নিউজ ৬৪: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।

সংগঠনটির আহ্বায়ক লায়ন হামিদুল আলম সখার সভাপতিত্বে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মাসিক সভায় বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। রাজধানীর পুষ্পদাম রেস্তোরাঁয় সভাটি অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন পরিষদের সদস্য সচিব মো. শাব্বির আহমেদ শিমুল।

লায়ন হামিদুল আলম সখা জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ৩০ জুলাই সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন; ১ আগস্ট প্রতিটি ব্যাংকের সামনে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় শোক দিবসের ব্যানার টানানো এবং জাতীয় শোক দিবসের পোস্টার লাগানো।

১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা সভা; জাতীয় শোকদিব উপলক্ষে স্মরণিকা প্রকাশ; ১৫ আগস্ট সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কালো ব্যাজ ধারণ।

এছাড়া শোকাবহ আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংক, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, কৃষি, বেসিক ও আইসিবিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হবে।

এদিকে, সভার শুরুতে ১ জুলাই গুলশানে জঙ্গি হামলায় পুলিশ সদস্য ও বিদেশি নাগরিকদের হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনায় বক্তব্য দেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহম্মদ শওকত হোসেন সজল, শংকর তালুকদার, মোহাম্মদ আক্কাস আলী, মারুফজামান কল্লোল, মো. ইয়াছিন, নির্বাহী সদস্য মো. ফেরদৌস আলম, মোজাম্মেল হকলেলিন, মো. ফয়সাল, মো. রিয়াজুল ইসলাম, খন্দকার শামসুল হক ইভান, শামসুল আরেফিন, সজিব সরদার, মো. শাহজাদামিয়া, মো. মুছামিয়া, তানবীর এহসান শোভন, মো. আশিকুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, সাজ্জাদ সুমন, তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *