নাটোরে যাত্রীবাহী বাস উল্টে মা ও দুই শিশু সন্তানসহ নিহত ৪, আহত ১৫
নাটোরে যাত্রীবাহী বাস উল্টে মা ও দুই শিশু সন্তানসহ নিহত ৪, আহত ১৫

নাটোরে যাত্রীবাহী বাস উল্টে মা ও দুই শিশু সন্তানসহ নিহত ৪, আহত ১৫

বিডি নিউজ ৬৪:

নাটোরের সিংড়া উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে একই পরিবারের মা ও দুই শিশু সন্তানসহ চারজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী।

রোববার সকাল সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া থেকে নাটোরগামী লিখন পরিবহনের একটি বাস নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জোড়ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক নারী ও তার দুই সন্তানসহ ৪জন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন যাত্রী। নিহত ৪ জনের ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নাটোর শহরের বঙ্গজল এলাকার ঐশি পরিবহনের মালিক লিখন হোসেনের স্ত্রী সুলতানা ও তার দুই সন্তান ঐশি এবং শাকিব। পেরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *