বরিশালে ছাত্রলীগের ২ গ্রুপ হামলা-পাল্টা হামলা, ভাংচুর ও সড়ক অবরোধ
বরিশালে ছাত্রলীগের ২ গ্রুপ হামলা-পাল্টা হামলা, ভাংচুর ও সড়ক অবরোধ

বরিশালে ছাত্রলীগের ২ গ্রুপ হামলা-পাল্টা হামলা, ভাংচুর ও সড়ক অবরোধ

বিডি নিউজ ৬৪: বরিশাল নগরীতে ছাত্রলীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে বেশ কয়েকদিন ধরে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে হামলা-পাল্টা হামলা, ভাংচুর, সড়ক অবরোধ করে প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তির প্রদর্শন করছে বিবাদমান দুই পক্ষ। গত ৩ দিনের হামলা-পাল্টা হামলায় এ পর্যন্ত ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সর্বশেষ গত শুক্রবার রাত সাড়ে ৯টায় অভিজাত বরিশাল ক্লাবের সামনে প্রতিপক্ষের হামলায় মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিনের অনুসারী ৩ জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত নগরীর দক্ষিণাংশে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সড়ক অবরোধ করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক অসিম দেওয়ান এবং জসিম-অসীম বিরোধী গ্রুপ আগামী ৪ জানুয়ারী পৃথকভাবে কর্মসূচী ঘোষণা করেছে। তার আগেই শক্তির মহড়ায় নেমেছে ছাত্রলীগের দুই পক্ষ। জসিম-অসিম সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজের এবং তার বিরোধীরা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর সমর্থক হিসেবে পরিচিত।

গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী পালন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ওই দিন প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্ততি সভায় কলেজের ৪৭ তম ব্যাচের ছাত্র ও ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হয় ৪৫তম ব্যাচের ছাত্রলীগ কর্মী মাকসুদুর রহমান ও মতিউর রহমান। দুই পক্ষের হামলা-পাল্টা হামলা হাসপাতাল পর্যন্ত গড়ালে রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা গেট আটকে দেয়ায় প্রায় দুই ঘন্টা হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ ছিল।

এ ঘটনার ৪৮ ঘন্টা পর গত শুক্রবার রাতে বরিশাল ক্লাবের সামনে প্রতিপক্ষ গ্রুপের হামলায় আহত হন মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের অনুসারী আশিকুর রহমান ইয়াদ, মাহবুব আলম সানি, ও ফয়সাল আহমেদ খান।

জসিম উদ্দিন ক্লাবের ভেতরে অবস্থানকালে বাইরে অপেক্ষমান তার সমর্থকদের ওপর প্রতিপক্ষরা হামলা চালায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় ভাংচুর করা হয় ৪টি মোটরসাইকেল। হামলার প্রতিবাদে জসিম অনুসারীরা রাত সাড়ে ১০টায় নগরীর সাগরদী আমতলা মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং সড়কে লাগানো মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিক আবদুল্লাহর প্লাকার্ড-বিলবোর্ড এবং ৩টি মাহেন্দ্র আলফা ভাংচুর করে। রাত ১১টার দিকে পুলিশ লাঠিচার্জ করে জসিম অনুসারীদের হটিয়ে দেয়। এরপরই সাদিক আবদুল্লাহ অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে অর্ধশতাধিক মোটরসাইকেলে নগরীতে মহড়া দেয়।

জসিম-অসিম বিরোধী ছাত্রলীগ নেতা রইছ উদ্দিন আহম্মেদ মান্না বলেন, মেয়াদোত্তীর্ন কমিটির সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক অসিম দেওয়ানের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরা নেই। প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে সভাপতি-সম্পাদক নগরীতে চাঁদাবাজীতে নেমেছে। তাই তারা সাধারণ কর্মীদের প্রতিরোধের মুখে পড়েছে।

মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন বলেন- তাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর লোকজন তার (জসিম) সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন জানান, শুক্রবার রাতের ঘটনায় এ পর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নগরীর শান্তি-শৃংখলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

– See more at: http://www.barisaltimes24.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/#sthash.IEIGaErO.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *