বিডি নিউজ ৬৪: ড্যারেন স্যামির গতকালের ব্যাটিংকে অতিমানবীয় কিংবা এর চাইতেও বেশি কিছু বলা যেতে পারে। অন্যদিকে প্লে-অফ পর্যন্ত চলে আসা মাহমুদ উল্লাহ রিয়াদের সাদামাটা দল খুলনা টাইটান্সও কিন্তু কম বিস্ময় জাগায়নি।
মাহমুদ উল্লাহর যোগ্য নেতৃত্ব পেয়েছে যে! আজ যে জিতবে সেই ঢাকার সাথে ফাইনাল খেলবে আগামী শুক্রবার।এই সমীকরণ নিয়েই আজ সন্ধ্য পৌনে ৬টায় মাঠে নামছে রাজশাহী কিংস আর খুলনা টাইটান্স। গতকালের ম্যাচে ফেবারিট ঢাকার বিপক্ষে হেরে বসেছিল খুলনা। তাই রিয়াদের দল আজ শেষ আঘাত হানতে চাইবে। অন্যদিকে তামিমের চিটাগংকে বিদায় করে দেওয়া রাজশাহী আরও বিপুল উৎসহে মাঠে নামবে তা বলাই বাহুল্য।
খেলাটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইন এবং সনি সিক্স এ।