বিডি নিউজ ৬৪: কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘেরের কাছে দুটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। কারখানা দুটির চারদিক ঘিরে সাঁড়াশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
এ সময় আটক করা হয় ছয়জন সন্ত্রাসীকে। এদের মধ্যে অস্ত্র তৈরির কারিগর এবং অন্যরা সন্ত্রাসী ও অস্ত্র বিক্রেতা বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে র্যাব। আজ রবিবার ভোররাতে এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্র জানায়, চকরিয়া উপজেলার চিংড়িজোন চিরিঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরণদ্বীপ ও সওদাগরঘোনা এলাকায় অবস্থিত চিংড়িঘেরের কাছে অস্ত্র তৈরির কারখানা দুটির সন্ধান পায়। সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় কারখানা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। আটক করা হয় ছয়জনকে।
অভিযানে নেতৃত্ব দানকারী র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের উপপরিচালক (কম্পানি কমাণ্ডার) মো. শরাফত ইসলাম কালের কণ্ঠকে বলেন, “আমরা অভিযান শেষ করে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছি। আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। ” তবে কী পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং কয়জনকে আটক করা হয়েছে- এমন প্রশ্নের উত্তরে শরাফত ইসলাম বলেন, “ধারণা করছি উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের পরিমাণ ২০টির অধিক হবে। এ ছাড়া বিপুল পরিমাণ গোলাবারুদসহ ছয় সন্ত্রাসীকে আটক করি। এদের মধ্যে অস্ত্র তৈরির কারিগরও রয়েছে। “