বিডি নিউজ ৬৪: মিয়ানমারে রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ইয়ুথ ক্লাবের সদস্যরা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিল থেকে মিয়ানমারের সকল পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়। মিছিল শেষে দক্ষিণ বাজার মোড়ে পথসভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, উপজেলা এনজিও ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ রায়হান, ইয়ুথ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. অন্তর মিয়া, সাধরণ সম্পাদক লিখনুজ্জামান লোকমান প্রমুখ।