বিডি নিউজ ৬৪: নাইজেরিয়ার সরকারি বাহিনী দেড় শতাধিক বিক্ষোভকারীকে হত্যা করেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য বিয়াফ্রার স্বাধীনতার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছে। অ্যামনেস্টির দাবি, গত বছরের আগস্ট থেকে সরকারি বাহিনী এসব বিক্ষোভকারীদের হত্যা করেছে। খবর বিবিসির।
তবে নাইজেরিয়ার পুলিশ অ্যামনেস্টির এ দাবি প্রত্যাখ্যান করেছে। আর সেনাবাহিনী বলেছে, সংস্থাটি সেনাবাহিনী ভূমিকা প্রশ্নবিদ্ধ করার জন্য এই অপপ্রচারে লিপ্ত।
অ্যামনেস্টি প্রতিবেদন তৈরির জন্য ভুক্তভোগী অন্তত ২০০ ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে। প্রতিবেদনের সঙ্গে দলিল হিসেবে তারা ১০০টি ছবি ও ৮৭টি ঘটনা সংশ্লিষ্ট ভিডিও প্রকাশ করেছে।
প্রতিবেদনে চলতি বছরের মে মাসে বিয়াফ্রা দিবসে বহু মানুষ জড়ো হলে সেখানে ‘বিচারবহির্ভূতভাবে’ একদিনে ৬০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করেছে অ্যামনেস্টি।
অ্যামনেস্টির নাইজেরিয়ার অন্তবর্থীকালীন পরিচালক ম্যাকমিড কামারা বলেন, ‘বিক্ষুব্ধ জনতাকে নিবৃত্ত করতে সরকারি বাহিনী গুলি করে এসব মানুষকে হত্যা করেছে। তবে আমরা ভীত প্রকৃত সংখ্যা এরও অনেক বেশি।’