গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ৩

বিডি নিউজ ৬৪: রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষ ও সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে শাহ আলম, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামের খালিলুর রহমানের ছেলে মিনহাজ ও একই উপজেলার জমিলাপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে মুরাদ মিয়া। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, দুপুরে ওই তিনজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

গত ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন সাঁওতাল নিহত ও উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ঘটনার ১১ দিন পর সাঁওতালদের পক্ষে মুয়ালীপাড়ার সমেস মুরমুরের ছেলে স্বপন মুরমু বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৫০০-৬০০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *